Assembly: 'রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এক্তিয়ার বাড়ানো হয়েছে BSF-এর', দাবি পার্থ চট্টোপাধ্যায়ের | Bangla News

Continues below advertisement

বিধানসভায় বিএসএফের (BSF) এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ। প্রস্তাবের পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩টি ভোট। নিয়ম অনুযায়ী দিল্লিতে পাঠানো হবে এই প্রস্তাব। এপ্রসঙ্গে বিধানসভায় পরিষদীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, "১৫ কিলোমিটারের মধ্যে সীমান্ত নজরদারির এলাকা বৃদ্ধি করে ৫০ কিমি করার যে চেষ্টা তা বিএসএফ (BSF) আইনের বিরোধী। তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই সীমা ১৫ কিমি থেকে ৫০ কিমি করা হয়েছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের ব্যাপার। যে কোনও অপরাধের তদন্ত করার অধিকার একমাত্র রাজ্য পুলিশের, সংবিধানেও একথা বলা রয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram