Babul Supriyo: 'আমি কারও ফেসবুক ট্যুইটার দেখি না, তাঁর ব্যক্তিগত ব্যাপার', বাবুল প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
রাজনীতি ছাড়ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo FB)? জল্পনা বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট করলেন বিজেপি সাংসদ (BJP MP)। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। আগে নিজেকে একটু গুছিয়ে নিই, তারপরে..."। তিনি আরও লেখেন, "রাজনীতি ছাড়তে চেয়ে বারবার অমিত শাহ-নাড্ডার কাছে গিয়েছি। বারবার আমাকে অনুপ্রাণিত হয়ে ফিরিয়ে দিয়েছেন অমিত শাহ (Amit Shah)-জেপি নাড্ডা (JP Nadda)। আমি কী করতে চাই, অনেকদিন আগেই ঠিক করে নিয়েছি। পরিবারের সকলের কথা শুনেছি।" পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে তিনি অন্য কোনও দলে যাচ্ছেন না।
এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি কারও ফেসবুক, ট্যুইটার দেখি না। কে কোথায় যাচ্ছেন, কী করছেন আমি কী করে বলব, এটা ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবেন, নাকি করবেন না, কখন করবেন, কখন ছাড়বেন এটায় আমার কিছুর বলার নেই। এটাতে প্রত্য়েকের নিজস্ব অধিকার আছে। উনি এখনও লোকসভায় আছেন, এমপিও আছেন। আমাদের সহকর্মী হিসেবেও রয়েছেন। আমি এই বিষয় কিছু জানি না।"