Baishali Dalmiya on Mukul Roy: 'বারবার যাঁদের দমবন্ধ হয় তাঁদের স্বাস্থ্যের সমস্যা আছে', মুকুলকে কটাক্ষ বৈশালীর

Continues below advertisement

আজ তৃণমূলে (TMC) যোগ দিতে তৃণমূল ভবনে গেলেন মুকুল রায় (Mukul Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করে আজই যোগ দিতে পারেন তৃণমূলে। এই প্রসঙ্গে বিজেপি (BJP) নেত্রী বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) বলেন, ‘রোলিং স্টোন হয়ে মানুষের জীবনে কোনও লাভ হয় না। কিছু মানুষ বারবার দলবদল করেন। কয়েকজন আগে বলেছিলেন অন্য দলে তাঁদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তাঁরা বিজেপিতে এসেছিলেন। এখন বিজেপিতেও তাঁদের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় তাঁদের স্বাস্থ্যের কোনও সমস্যা আছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram