Bangla News: BJP-র মাটি সরে যাচ্ছে তাই কৃষি আইন প্রত্যাহার, ত্রিপুরা-গোয়ায় TMC-র উপর আক্রমণ: ফিরহাদ

Continues below advertisement

তৃণমূল (TMC) নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'দিলীপদাকে (Dilip Ghosh) ধন্যবাদ, আমার জন্য় চিন্তা করার জন্য। তবে দিলীপদা যে দল করেন, তার পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে। তাই কৃষক আন্দোলন এতদিন ধরে উপেক্ষা করার পরেও তাদের সামনে মাথা নীচু করে আইন প্রত্যাহার করতে হয়েছে। ত্রিপুরা-গোয়াতেও পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে আমাদের উপর আক্রমণ হচ্ছে। আমরা ত্রিপুরা বেড়়াতে যাচ্ছি না। বেড়়ানোর জন্য় ভারতের অন্য় আরও জায়গা আছে। ত্রিপুরা মানব দরদী সরকার প্রতিষ্ঠা করব বলে যাচ্ছি।'    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram