Belgharia Shootout: ক্লাব দখলকে কেন্দ্র করেই বিবাদ, বেলঘড়িয়া গুলি কাণ্ডে নতুন তথ্য পুলিশের হাতে

Continues below advertisement

বেলঘড়িয়া (Belgharia) গুলি কাণ্ডে উঠে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ক্লাব দখলকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত হয়। ঘটনার পর অভিযুক্তের বাড়িতেও হামলা করা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়িতে। মূল অভিযুক্তের বাবা জানিয়েছেন যে তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। পাশাপাশি, ওই ক্লাব দখল করা নিয়ে বারবার দুই দলের মধ্যে বচসা হয়। সেখানে গুলি চালানোর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল রাতে তৃণমূল পার্টি অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে বন্দুকের বাট দিয়ে ২ তৃণমূল কর্মীকে মারধর করা হয়। আক্রান্ত কর্মীরা বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক। তৃণমূলের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাইক আরোহী ৮-১০ দুষ্কৃতী দেশপ্রিয় নগরে তৃণমূলের পার্টি অফিসে চড়াও হয়ে ২ তৃণমূল কর্মীকে টেনে বের করে বন্দুকের বাট দিয়ে মারধর করে। পালানোর সময় দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram