Bengal Election: এই মুহূর্তে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরিস্থিতি নেই: শমীক ভট্টাচার্য
Continues below advertisement
নির্বাচনী আধিকারিকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। চিঠি দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ৫টি আসনে উপনির্বাচন ও ২টি আসনে নির্বাচন বাকি রয়েছে রাজ্যে। কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়ার জেলা নির্বাচন বাকি রয়েছে। এই জেলাগুলির নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে রাজ্যে কোভিডের ভয়মুক্ত পরিবেশ আছে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে; তাহলে নির্বাচন হোক। কিন্তু পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার যা অবস্থা, তাতে এই মুহূর্তে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরিস্থিতি নেই। উপযুক্ত সময়ে নির্বাচন চাই আমরা।’
Continues below advertisement
Tags :
TMC BJP Election Commission Election ABP Ananda ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Political Violence Bengal Politics Samik Bhattacharya Political News Bengal Election Bengali News