Bengal Political News: ৫ আসনে উপনির্বাচন ও ২ আসনে নির্বাচন বাকি, ভিভিপ্যাট ও EVM পরীক্ষা করে দেখার নির্দেশ
Continues below advertisement
আগে বিধানসভার উপনির্বাচন (By-Election) না আগে রাজ্য়ের বকেয়া পুরভোট (Municipal Election)? তা নিয়ে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) টানাপোড়েন তুঙ্গে। এই প্রেক্ষাপটে পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কথা মাথায় রেখে ইভিএম (EVM) ও ভিভিপ্যাট পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশনের (Election Commission) রাজ্য দফতর। শুক্রবার এই মর্মে পাঁচ জেলার নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসককে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief secretary)। চিঠিতে দ্রুত ইভিএম (EVM) এবং ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ বাকি রয়েছে। যার মধ্য়ে পাঁচটিতে হবে উপনির্বাচন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় ফাঁকা রয়েছে ভবানীপুর কেন্দ্র।
Continues below advertisement
Tags :
Election Commission ABP Ananda EVM Chief Secretary ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bengali News Municipal Election By-election 18 July News