Bengal Politics: অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল বিধায়কের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা

Continues below advertisement

আজ গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ গোসানিমারিতে মন্দিরে পুজো দিতে যান। সেখানে সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া দেখা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কারণ অনন্ত মহারাজ ও তাঁর গোষ্ঠী বেশ কয়েক বছর ধরে বিজেপিকে সমর্থন করে আসছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনেও সরাসরি বিজেপিকে সমর্থন করেছেন। কিন্তু নির্বাচনের পড়ে মাঝেমধ্যেই তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা বেড়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষও দেখা করেছেন অনন্ত মহারাজের সঙ্গে। তৃণমূল বিধায়কের দাবি এটি নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। তাঁরা একে অপরের পূর্বপরিচিত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram