Bengal Politics: রাজ্যে আইনের শাসন নেই, ভোট-পরবর্তী হিংসা নিয়ে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট: শুভেন্দু
Continues below advertisement
জাতীয় মানবাধিকার কমিশনের ভোট পরবর্তী হিংসা (Post Election Violence) রিপোর্ট নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। যাঁদের নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’ তালিকায় রয়েছে, তাঁদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা রাজ্যের। কিসের ভিত্তিতে ‘কুখ্যাত-দুষ্কৃতী তকমা’, জানতে চাওয়া হতে পারে মামলায়। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে হাইকোর্টে চ্যালেঞ্জের সম্ভাবনা। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারে রাজ্য। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘রাজ্যে আইনের শাসন নেই। তাই যেখানে খুশী যাক সরকার। আমরা চাই সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক।’
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari TMC BJP Supreme Court ABP Ananda ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Political Violence 17 July News Post Vote Violence Post Election