Birbhum Violence: বগটুইয়ে নিহত মানুষদের বিচারের দাবিতেই বিজেপির মিছিল: প্রিয়ঙ্কা টিবরেওয়াল ।Bangla News
রামপুরহাটকাণ্ডে পথে বিজেপির মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল। রাহুল সিনহা (Rahul Sinha), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Sivendu Adhikari) বিজেপির শীর্ষনেতৃত্বরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এই মিছিলে। এই মুহূর্তে এই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার পেরিয়ে লেনিন সরণি ক্রসিংয়ে রয়েছে। এরপর এসএন ব্যানার্জী রোডে গিয়ে পৌঁছবে এই মিছিল। মিছিলের রয়েছেন বেশ কয়েকজন বিজেপি সাংসদ ও বিধায়কেরা। মূলত কর্মী সমর্থকদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়কে সামনে রেখেই এই মিছিল।
প্রিয়ঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, দাবি একটাই। এই মানুষদের যেভাবে খুন করা হয়েছে তারা বিচার পাক। সেই কারণেই আমরা প্রতিবাদ করছি। কিন্তু তৃণমূল অস্বস্তিতে পড়ছে। এর পিছনে যারা বড় বড় মাথারা আছে, তাদেরকে সিবিআই গ্রেফতার করলে তাহলে একের পর এক সবকিছু ধরা পড়বে।