Birbhum Violence : 'দলে সকালে যে সম্পদ ছিল, বিকেলে সে আটক হল কী করে?' মমতাকে কটাক্ষ সেলিমের।Bangla News

Continues below advertisement

'ভাঙড়ের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এরাই আমার সম্পদ। কী হল? আজ সকালে যে সম্পদ ছিল, সে আটক হল কী করে? বাংলায় কীভাবে এত অস্ত্র আসছে? তৃণমূল নেতা খুন হলেই ধামাচাপা দেওয়ার চেষ্টা। আগেই কেন অস্ত্র উদ্ধার করা হল না? মুখ্যমন্ত্রী নাটক করছেন', রামপুরহাটকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ মহম্মদ সেলিমের (Md Salim)। তিনি আরও বলেন, বাংলায় এত অস্ত্রের কারখানা হল কোথা থেকে? অস্ত্রের কারখানা ধরা পরার পর একটাও মামলা হল না কেন? বোমা তৈরির সময় বিস্ফোরণে যখন তৃণমূলের কেউ মারা যায় তখন এভাবেই ধামাচাপা দেওয়া হয়। এই ঘটনার পরেই আমি বলেছি, গোটা বীরভূম ঘিরে কেন অস্ত্র উদ্ধার হল না?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram