'পর্যাপ্ত সংখ্যাগরিষ্টতা নিয়েই পাশ হবে বিল' আশাবাদী প্রহ্লাদ যোশী, বিরোধিতায় সরব নিপুন বোরা, সঞ্জয় রাউত

Continues below advertisement
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল। আলোচনার জন্য ৬ ঘণ্টা সময় রাখা হয়েছে। লোকসভায় এই বিলকে সমর্থন করেছিল শিবসেনা ও জেডিইউ। কিন্তু রাজ্যসভায় বিল পেশের আগে দুই দলের গলাতেই ভিন্ন সুর ধরা পড়েছে। শিবসেনা জানিয়েছে, বিল নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। সেইসব প্রশ্নের উত্তর না মিললে বিলকে সমর্থন করা হবে না। রাজ্যসভায় কংগ্রেসের তরফে বক্তব্য রাখবেন কপিল সিব্বল। সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ও তৃণমূল কংগ্রেসের ডেরেক 'ও ব্রায়েন বক্তব্য রাখবেন। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। ফলে এই বিল পাস করানো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। বিল পাস করতে রাজ্যসভার ২৪০-এর মধ্যে ১২১ সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপি সূত্রে খবর বিলের পক্ষে রয়েছেন ১২৫ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়তে পারে ১০৯টি। সোমবার মধ্যরাতে লোকসভায় ধ্বনি ভোটে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram