BJP KMC Abhijaan: সেন্ট্রাল অ্যাভিনিউতে আটকাল মিছিল, গ্রেফতার বিজেপি নেতা-কর্মীরা

Continues below advertisement

শেষ মুহূর্তে পূর্বঘোষিত রুট বদল করা হলেও পুলিশের ব্যারিকেডের মুখে আটকে গেল বিজেপির পুরসভা অভিযান (BJP KMC Abhijaan)। পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযানে অনড় ছিল বিজেপি (BJP)। দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু (Sayantan Basu), সৌমিত্র খাঁ (Soumitra Khan), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত ছিলেন ওই প্রতিবাদ মিছিলে। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিলের।  কিন্তু, শেষ মুহূর্তে গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে এগোতে থাকে বিজেপির মিছিল। কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে যায় মিছিল।  সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে। তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময় বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক মহিলা বিজেপি কর্মী অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়েন। পরে, তাঁকেও ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। 

করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি গতকালই খারিজ করে দেয় পুলিশ। জমায়েত করলে মহামারী আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল পুলিশের তরফে। বিজেপির অভিযান ঘিরে কলকাতা পুরসভায় রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পরিচয়পত্র ছাড়া পুরসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ দর্শালে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram