BJP Leader Murder: ইটাহারে BJP নেতা খুনের প্রতিবাদে বনধ, এখনও অধরা ১ অভিযুক্ত | Bangla News

Continues below advertisement

একদিকে বিজেপির ডাকা বনধ। সেই সঙ্গ অবিরাম বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই থমথমে ছিল উত্তর দিনাজপুর। শুনশান পথঘাট। যে ঘটনার জেরে বনধের ডাক দেয় বিজেপি ইটাহারে সেই বিজেপি নেতা খুনের ঘটনায় এখনও অধরা একজন। সুকুমার ঘোষ নামে ওই অভিযুক্তের খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই সুকুমারই বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি মিঠুন ঘোষকে গুলি করেন বলে অভিযোগ। অন্যদিকে ধৃত সন্তোষ মহন্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ সিজিএম আদালত। তার হয়ে আদালতে সওয়াল করেননি কোনও আইনজীবী। রবিবার রাতেই বাড়ির কাছে গুলি করে খুন করা হয় বিজেপির যুব নেতা মিঠুন ঘোষকে। যার প্রতিবাদে মঙ্গলবার গোটা উত্তর দিনাজপুরে ৮ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram