Suvendu Adhikari: শুভেন্দুর বক্তব্যে বাধার অভিযোগ, বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য বিধানসভা (West Bengal Assembly)। বক্তব্য রাখার সময় শুভেন্দুকে বাধাদানের অভিযোগ। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। শুভেন্দুর অভিযোগ, ‘স্পিকার বিরোধীদের সংরক্ষণ দিচ্ছেন না। তৃণমূলের ক্ষমতা-সন্ত্রাস বিধানসভার ভিতরেও ধরা পড়েছে। বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত।’

 শুভেন্দু আরও বলেন, "এই বিধানসভার যিনি মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনে হেরেছেন। তাঁর দল জিতেছে। আর মুখ্যমন্ত্রীকে যিনি ভোটে হারিয়েছেন তিনি আজ বিধানসভার বিরোধী দলনেতা। এই কথা বিধানসভায় বলতেই হুল ফোটার মতো ফুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের ইশারায় রে রে করে উঠেছেন ওই কোম্পানির কর্মচারীরা। এর পরে আমি কেরালা, হিমাচল প্রদেশের কথা তুলেছিলাম। এই স্পিকার গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram