BJP’s Protest: 'TMC-র বড় মাথাদের বাঁচাতেই চাপা দেওয়া হচ্ছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড', সুকিয়া স্ট্রিটে সরব রাহুল সিনহা
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination Scam) প্রতিবাদে পথে নামল বিজেপি (BJP)। এদিন মানিকতলায় সুকিয়া স্ট্রিটের মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই এ রাজ্যে ভুয়ো। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে যাঁরা জড়িত, তাঁদের নাম প্রকাশ্যে এনে গ্রেফতার করতে হবে। তবে বিক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে। বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) কিছুক্ষণ পরে এসে পৌঁছান। তাঁকেও গ্রেফতার করা হবে বলে জানা যাচ্ছে। এলাকায় পুলিশের ব্যারিকেড। রাহুল সিনহা বলেন, “ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তৃণমূলের (TMC) বড় বড় নেতারা জড়িত। তাঁদেরকে আড়াল করার জন্য আজকে ছোটখাটো লোকদের ধরে তৃণমূল কংগ্রেস ভ্যাকসিনকাণ্ডকে চাপা দিতে চাইছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি। তৃণমূল যখন আন্দোলন করছে তখন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু আমরা যখন আন্দোলন করছি তখন পুলিশ অগণতান্ত্রিকভাবে আন্দোলন ধ্বংসের চেষ্টা করছে।"