যোগদান মেলা করছি আমরা, খোঁচা দিলীপের, ওরাই তো পাইকারী দল, কোনও নীতি-আদর্শ নেই পাল্টা ফিরহাদের
Continues below advertisement
তৃণমূল ছেড়ে একাধিক নেতা-কর্মী যোগ দিচ্ছেন বিজেপিতে! এমনটাই দাবি করে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খোঁচা 'পাইকারী রেটে যোগদান চলছে, আমরা তো যোগদান মেলা আয়োজন করেছি।' বিজেপি-র যে বক্তব্যের পালটা দিতে ছাড়েনি তৃণমূল। ফিরহাদ হাকিমের কটাক্ষ, 'ওদের দলটাই পাইকারী, কোনও নীতি-আদর্শ নেই।' আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, 'যাদের বিরুদ্ধে আগে অভিযোগ করত, এখন তাদেরই দলে নিচ্ছে বিজেপি। আমরাও চাই এমনটাই চলুক, যত কালো রক্ত আছে সব গিয়ে বিজেপিতে যোগ দিক।'
এদিকে,বিগত কয়েক দিনে একাধিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মানভঞ্জন করার চেষ্টা করেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। কিন্তু বরফ গলেনি। সম্প্রতি মমতার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। যদিও হাল ছাড়লে রাজি নয় সৌগত। শনিবার তিনি বলেন, "শুভেন্দুর মা খুব অসুস্থ। মা একটু সুস্থ না হলে আলোচনা করা যাবে না। আমি এখনও বলছি শুভেন্দুর সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে।"
"Negotiations are open," Saugata Roy is still an optimist about Suvendu
এদিকে,বিগত কয়েক দিনে একাধিক বৈঠকে শুভেন্দু অধিকারীর মানভঞ্জন করার চেষ্টা করেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। কিন্তু বরফ গলেনি। সম্প্রতি মমতার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। যদিও হাল ছাড়লে রাজি নয় সৌগত। শনিবার তিনি বলেন, "শুভেন্দুর মা খুব অসুস্থ। মা একটু সুস্থ না হলে আলোচনা করা যাবে না। আমি এখনও বলছি শুভেন্দুর সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে।"
"Negotiations are open," Saugata Roy is still an optimist about Suvendu
Continues below advertisement