পাহাড়ে শুভেন্দুর সমর্থনে লাগানো 'আমরা দাদার অনুগামী' পোস্টার উধাও
Continues below advertisement
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যেই শুভেন্দু অধিকারীর সমর্থনে সমতলের পর এবার পাহাড়েও 'দাদার অনুগামী'-দের পক্ষে পড়ল পোস্টার। পাহাড়ে শুভেন্দুর নামে পোস্টার পড়া নিয়ে দার্জিলিং জেলা তৃণমূলের দাবি, বাইরে থেকে কেউ এসে হয়তো পোস্টার লাগিয়ে গিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি বিজেপি। যদিও পোস্টার উধাও হয়ে যেতেও লাগেনি বেশি সময়।
পরিবহণ, সেচ এবং জলসম্পদ তিনটি দফতর থেকেই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন পদত্যাগের কথা। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। শুভেন্দুর পদত্যাগের পরই কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ নেতারা। যদিও এখনও হাল ছাড়তে নারাজ তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। বিগত কয়েক দিনে একাধিকবার বিদায়ী মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সৌগত বলেন, 'বিধায়ক পদে পদত্যাগ করেননি, উনি এখনও দলের প্রাথমিক সদস্য'।
পরিবহণ, সেচ এবং জলসম্পদ তিনটি দফতর থেকেই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন পদত্যাগের কথা। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। শুভেন্দুর পদত্যাগের পরই কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ নেতারা। যদিও এখনও হাল ছাড়তে নারাজ তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। বিগত কয়েক দিনে একাধিকবার বিদায়ী মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সৌগত বলেন, 'বিধায়ক পদে পদত্যাগ করেননি, উনি এখনও দলের প্রাথমিক সদস্য'।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Resigns Bengal Election ABP Ananda LIVE Abp Ananda BJP TMC Suvendu Adhikari Dilip Ghosh