Bratya Basu: হাস্যকর দ্বিচারিতা! পশ্চিমবঙ্গ দিবস পালন করে বাংলা ভাগের দাবি তুলছে BJP : ব্রাত্য বসু
উত্তরবঙ্গে জন বার্লা, দক্ষিণবঙ্গে সৌমিত্র খাঁ (Saumitra Khan), পৃথক রাজ্যর দাবি জানিয়েছে বিজেপি (BJP)। বিজেপির অভিযোগ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার অত্যাচার চালাচ্ছে, মানুষের উপর অন্যায় করছে। তাই বাংলার মানুষের স্বার্থে তাঁরা পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, ‘একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, অন্যদিকে বাংলাকে ভাগ করার দাবি জানাচ্ছে। বিজেপির মধ্যে কোনও ইতিহাস চেতনা নেই। এটা হাস্যকর দ্বিচারিতা।’
এদিকে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধে কোচবিহারের তিনটি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল (TMC)। রবিবার রাতে কোতোয়ালি, দিনহাটা ও বক্সিরহাট থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, যেভাবে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তার ফলে অশান্তি তৈরি হচ্ছে এলাকায়। অন্যদিকে সোমবার বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসাসনসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে পৃথক জঙ্গলমহল (Junglemahal) রাজ্য করা হোক বলে দাবি জানান সৌমিত্র খাঁ।