Kunal Ghosh: 'প্রচারের আলোয় আসতে BJP-র নতুন গেম প্ল্যান', জঙ্গলমহলকে পৃথক রাজ্য করার দাবিতে সৌমিত্র খাঁর মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ

Continues below advertisement

জন বার্লার পর এবার পৃথক রাজ্যের দাবি তুললেন আর এক বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এলাকার মানুষের উন্নয়ন ও চাকরির জন্যই পৃথক জঙ্গলমহল রাজ্যের প্রয়োজন। বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, আসাসনসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর আর হুগলির কিছুটা অংশ নিয়ে পৃথক জঙ্গলমহল (Junglemahal) রাজ্য করা হোক বলে দাবি সৌমিত্রর। সেই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘এগুলি দায়িত্বজ্ঞানহীন প্রচারমুখী মন্তব্য। ঝাড়গ্রামে বিজেপি হেরে গেছে। যে যে জেলার নাম উনি করেছেন, সেগুলিতে বিজেপির অবস্থা শোচনীয়। মানুষ বিজেপিকে চায় না। তাই বিজেপি নতুন গেম প্ল্যান করছে। উত্তরবঙ্গেই এই ধরণের মন্তব্য করেছে বিজেপি। রাজ্যসরকারকে উত্যক্ত করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা উন্নয়ন করেছেন তা লিস্ট করে শেষ করতে পারবে না বিজেপি। ওরা যত এই ধরণের মন্তব্য করবে বাংলার মানুষ আরও তাদের আসল রূপ বুঝতে পারবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram