Bratya on Dhankar: BJP নেতাদের সঙ্গে মিলে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন ধনকড়: ব্রাত্য বসু
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) আক্রমণ করেছেন ব্রাত্য বসু (Bratya Bose)। তিনি বলেন, ‘গতকাল রাজ্যপাল জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা নিয়ে সাংবাদিক বৈঠকে যা যা বলেছেন তা অর্ধসত্য। মাঝে মধ্যেই রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিচ্ছিন্নতাবাদী বিজেপি (BJP) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিজেপি নেতাদের সঙ্গে মিলে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন তিনি। রাজ্যপাল পদে থাকলে যে সমদৃষ্টি বা সমদূরত্ব থাকা উচিত তার কোনও কিছু নেই তাঁর। অন্যদিকে রাজ্যসরকার প্রসঙ্গে তিনি বলেছেন, জিটিএ (GTA) আইনের হিসাব তাঁকে দেওয়া হয়নি। তিনি সিএজি-কে (CAG) দিয়ে অডিট করাবেন। কিন্তু জিটিএ আইনে পরিষ্কার বলা হয়েছে যে এই হিসাব পার্বত্য দফতরের মন্ত্রীর অধীনে থাকবে। এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অধীনে থাকবে। রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে কথা বলার আগে সেই দফতরে হিসাব চাইতে পারতেন। অবশ্যই তাঁকে হিসাব দেওয়া হত। তিনি অকারণে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন।’