BSF: 'ওঁর কোনও কাণ্ডজ্ঞান নেই, তাই BSF-কে বাইরের লোক বলছেন', মমতাকে আক্রমণ শুভেন্দুর | Bangla News

Continues below advertisement

"বিএসএফ (BSF) বিএসএফের কাজ করবে। পুলিশ পুলিশের কাজ করবে। মানুষের উপর অত্যাচার বরদাস্ত করা হবে না।" কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। তিনি বলেন, "আইসিদের বলব একটু করে মোবিলিটি বাড়ানোর। নাকা চেকিং বাড়ানো। বাংলাদেশ বর্ডারের দিকে নজর রাখা। বিএসএফ যাতে আপনাদের পারমিশন ছাড়া কোনও কিছুতে জড়িয়ে না পড়ে সেটাও দেখতে হবে।"

পাল্টা এই নিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ( Mamata Banerjee) কোনও কাণ্ডজ্ঞান নেই, বিএসএফকে বলছেন বাইরের লোক, ঢুকতে দেবেন না। দুর্ভাগ্য এটাই যে একদিকে ৩০% মানুষ আর পশ্চিমবঙ্গে একটা অংশের লোক ওই ভাতা, ভিক্ষা আর ভর্তুকির জন্য ভোট দিয়ে ফেলছেন তৃণমূলকে (TMC)। তাই যোগ বিয়োগে এগিয়ে যাচ্ছে। কিন্তু এটা আর বেশিদিন হবে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram