By-Poll Campaigning: দিনহাটায় উপনির্বাচনের প্রচারে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে| Bangla News
দিনহাটার উপনির্বাচনের প্রচারে, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। পাল্টা, হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। উপনির্বাচনের মুখে কোচবিহারের দিনহাটায় বিজেপির প্রচার ঘিরে ফের উত্তেজনা। শনিবার, বাসন্তীর হাট এলাকায় প্রচারে যান বিজেপির দুই বিধায়ক। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ও আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। অভিযোগ, সেই সময় তাঁদের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে পতাকা লাগাতে বাধা দেন তৃণমূলের বাসন্তীর হাট অঞ্চলের সভাপতির ছেলে। পুলিশ ও বিধায়কদের নিরাপত্তারক্ষীরা গিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলেকে সরিয়ে দেন। বিজেপির অভিযোগ, সব জায়গাতেই প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির বিরুদ্ধে পাল্টা, হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে। থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। দিনহাটার উপনির্বাচনের প্রচারে, বারবারই তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। ভোটের মুখে, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।