Contai Co-Operative Bank Case: কাঁথি কো-অপারেটিভ মামলায় স্বস্তি শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

কাঁথি কোঅপারেটিভ (Contai Co-Operative Bank) মামলায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) স্বস্তি। রাজ্যের স্পেশাল অডিটের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়ার পর থেকে কাঁথি সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। নিয়ম লঙ্ঘিত করে ঋণ দেওয়া, বেআইনিভাবে কর্মী নিয়োগের মতো অভিযোগ ওঠে। এইসব অভিযোগের ভিত্তিতে কাঁথি সমবায় ব্যাঙ্কে স্পেশাল অডিটের নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ব্যাঙ্কের তরফে। সেই মামলার শুনানি ছিল গতকাল। বিচারপতি শম্পা সরকার বলেন, "রিজার্ভ ব্যাঙ্কে কাঁথি সমবায় ব্যাঙ্কের তরফে নিয়মিত অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে। এখনই স্পেশাল অডিটের প্রয়োজন নেই। পাশাপাশি এদিন মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram