Mukul Roy Speculation: অপছন্দের আসন, BJP-তে শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধির কারণেই কি TMC-তে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত মুকুলের?

Continues below advertisement

এই মুহূর্তে জোর জল্পনা যে, আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)। আজ তৃণমূল ভবনে দলের বৈঠক। থাকতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বৈঠকে দলত্যাগীদের ফেরানো নিয়ে আলোচনা হতে পারে। হতে পারে রদবদল নিয়ে আলোচনাও। সূত্রের খবর, বিজেপির সঙ্গে ক্রমশই দূরত্ব বেড়েছে মুকুলের। আজ তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরাল, জানাচ্ছে সূত্র। তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যেতে পারেন বলে জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনে তাঁকে কৃষ্ণনগর উত্তর লোকসভা আসনে প্রার্থী করেছিল বিজেপি। এতে তিনি খুব একটা রাজি ছিলেন না বলে খবর। পাশাপাশি বিজেপিতে শুভেন্দু অধিকারীর গুরুত্ব বৃদ্ধিতেও অসন্তুষ্ট হয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, বেলা ৩টের সময় তৃণমূল নেত্রী এসে পৌঁছাবেন। পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত দলের বিভিন্ন পদাধিকারীদেরও ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram