PAC Controversy: 'প্রথা ভেঙে নিযুক্ত পিএসি-র চেয়ারম্যান', মন্তব্য শুভেন্দুর
পিএসি বিতর্কে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপির (BJP)। বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি। মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে ইস্তফা। আজ স্ট্যান্ডিং কমিটিগুলি থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। এর পরেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিধানসভার বিরোধী দলের বিধায়করা। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, ‘পিএসি বিতর্কের জেরে স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের। বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রক্ষকের ভূমিকায় রাজ্যপাল। যেভাবে জনগণকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদ বিজেপির। যারা খরচ করবেন, তারাই কীভাবে হিসেব রাখবেন? যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তার জন্য বিরোধীদলের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। বিজেপির দেওয়া তালিকা থেকে একজনকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। প্রথা ভেঙে এবার পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে।’