CM vs Governor: 'রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত', জৈন হাওয়ালাকাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Continues below advertisement


"সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, জৈন হাওয়ালাকাণ্ডের (Hawala scandal) চার্জশিটে রাজ্যপালের নাম আছে।" কখনও ভাবিনি মমতার মতো নেত্রী উত্তেজনা তৈরি করতে এই অভিযোগ করবেন। এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মতো একজন নেত্রীর এমন বক্তব্য আশা করিনি। অজিত পাঁজা হাওয়ালার চার্জশিটে ছিলেন, ছাড়াও পেয়েছিলেন। রাজ্যপাল কিন্তু চার্জশিটেই ছিলেন না। যশবন্ত সিন্হার নামও চাজশিটে ছিল, মুক্তও হয়েছিলেন। এ ব্যাপারে যশবন্ত সিন্হার মতো নেতার সঙ্গে আলোচনা করা উচিত মুখ্যমন্ত্রীর" মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সাংবাদিক বৈঠক করে অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।

জৈন হাওয়ালার পাশাপাশি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কটাক্ষ করেছেন তিনি। "জেনে বুঝেই উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। কথা বলেছেন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে।" মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্যায়ের। "মুখ্যমন্ত্রীও উত্তরবঙ্গে গিয়ে তৃণমূলের (TMC) লোক ছাড়া কারও সঙ্গে কথা বলেননি।" পাল্টা দাবি বিজেপির (BJP)। এই প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের সেবক হিসাবে আমি কখনোই মাথা নত করব না। আমি শুধু ভারতের সংবিধানের সামনেই ঝুঁকবো। সংবিধানকে রক্ষা করার জন্য আমি আমার ক্ষমতায় থাকা সব কিছুই করতে পারি। ২ হাজার কোটির মহামারি কেলেঙ্কারির তদন্ত মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের অধীনে। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতি আছে। কোটি কোটি টাকার অর্ডার কাদের দেওয়া হয়েছে তা কেউ জানে না। এই সংক্রান্ত কোন রিপোর্টই প্রকাশ করেননি তিনি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram