Congress: 'আমিই পূর্ণ সময়ের সভানেত্রী', দলীয় বৈঠকে বিক্ষুব্ধদের কড়া বার্তা সনিয়ার| Bangla News

Continues below advertisement

"অন্তর্বর্তী নয়, আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী। ঘরের চার দেওয়ালের মধ্যে আলোচনা হোক, বাইরে নয়।" বিক্ষুব্ধ নেতাদের বার্তা দিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে ঘোষণা সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। বৈঠকে নেতৃত্বদানের প্রশ্নে উঠল রাহুলের নামও। যা নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন ওয়েনাডের সাংসদ (Rahul Gandhi)।

'আমিই পূর্ণ সময়ের সভানেত্রী। আমার সঙ্গে মিডিয়ার মাধ্যমে কথা বলার প্রয়োজন নেই। একজোট হয়ে শৃঙ্খলাবব্ধভাবে লড়াই করলে নির্বাচনে আমরা ভাল ফল করবই।' একাধারে নিজেকে পূর্ণ সময়ের সভানেত্রী ঘোষণা করে বিক্ষুব্ধদের কড়া বার্তা।
অন্যদিকে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে দলকে চাঙ্গা করার চেষ্টা। শনিবার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি বা ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই বার্তা দিলেন সনিয়া গাঁধী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram