Congress: কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উঠল রাহুলকে সভাপতি করার দাবি | Bangla News
"অন্তর্বর্তী নয়, আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী। ঘরের চার দেওয়ালের মধ্যে আলোচনা হোক, বাইরে নয়," বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা সনিয়া গাঁধীর (Sonia Gandhi)।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) সভাপতি করার দাবি একাংশের। আগামী সেপ্টেম্বরে নির্বাচন। ওয়ার্কিং নয়, পরিবার বাঁচাও কমিটি, কটাক্ষ বিজেপির।
অসুস্থ মনমোহন সিংকে (Manmohan Singh) দেখতে গিয়ে তাঁর ছবি প্রকাশ। বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ে। কংগ্রেসের রোষের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
স্বাধীনতার পর ইতিহাসে সুভাষচন্দ্র বসুকে যোগ্য সম্মান, প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। বহু স্বাধীনতা সংগ্রামীকেই প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। সেই প্রবণতা বদলের সময় এসেছে। সুভাষচন্দ্র বসু ও সাভারকারকে এক পঙক্তিতে বসিয়ে মন্তব্য অমিত শাহের।
বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা। একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর।