Constitution Day: সংবিধান প্রণয়নের মূল কান্ডারিদের কথা না বলে একটা পরিবারকে আক্রমণ মোদিকে মানায় না: প্রদীপ ভট্টাচার্য| Bangla News

Continues below advertisement

সংবিধান দিবসে পরিবারতন্ত্র এবং কংগ্রেসকে নাম না করে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এ বিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, সংবিধান নিয়ে বিশ্লেষণ না করে যাঁরা সংবিধান প্রণয়নের মূল কান্ডারি এবং জাতীয় কংগ্রেসের নেত্রীবৃন্দ ছিলেন তাঁদের কথা একবারও উল্লেখ করলেন না মোদি। তিনি বলেন, "জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru,), রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) ছাড়াও কংগ্রেসের সমর্থক আম্বেদকর সাহেব সংবিধানের প্রতিটি অক্ষর ভালোভাবে বিচার বিবেচনা করে, ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে, ভারতের প্রগতির কথা ভেবে তৈরি করেছিলেন। সেই বিষয় বিশ্লেষণ না করে, কেবলমাত্র একটা পরিবারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। এটা কি ভারতের প্রধাণমন্ত্রীর পক্ষে মানায়?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram