BJP: বাংলা ভাগ চায় না রাজ্য বিজেপি, জন বার্লার বক্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন দিলীপ

Continues below advertisement

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার মন্তব্য ঘিতে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদের দাবি, আলাদা রাজ্য হলেই উন্নতি হবে উত্তরবঙ্গের। এই জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছি কেন্দ্রের কাছে। পাল্টা কোচবিহার পুরসভার পুর প্রশাসক উদয়ন গুহ বলেছেন, বাংলা ভাগের চক্রান্ত রুখব। উত্তরবঙ্গে কিছু আসন পেয়ে চক্রান্ত করছে বিজেপি।

গুজরাত সহ একাধিক রাজ্যে নতুন রাজ্য গঠনের দাবি আগেই উঠেছে। বিজেপি আগে সেগুলির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক, মন্তব্য তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের।

বিজেপি সাংসদের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, 'এধরনের মন্তব্য সংকীর্ণ রাজনীতির পরিচয়। এটা কওন রাজনৈতিক দলের সঙ্কট নয়, এটা বাংলার সঙ্কট। রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা বাংলাকে রুখে দাঁড়াতে হবে।'

যদিও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বিতর্কিত বক্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রাখল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'এটা দলের বক্তব্য নয়। বাংলা ভাগ চায় না রাজ্য বিজেপি। বিজেপি চায় রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সাংসদ-বিধায়কদের সম্মান করা হচ্ছে না। সেই কারণেই এই ধরনের মন্তব্য সামনে আসছে। '

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram