Cooch Behar: উদয়ন গুহর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানায় বিক্ষোভ TMC-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Continues below advertisement

উদয়ন গুহর (Udayan Guha) ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দিনহাটা (Dinhata) থানায় তৃণমূলের (TMC) বিক্ষোভ, উত্তেজনা। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। গত ৬ মে আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ। সাহেবগঞ্জ রোডে বয়েজ ক্লাবের কাছে তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত অজয় রায়-সহ বেশ কয়েকজন এখনও ফেরার। তাদের গ্রেফতারের দাবিতেই দিনহাটা থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। উদয়ন গুহর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে কালিয়াচককাণ্ডে (Kaliachak) এবার চাঞ্চল্যকর তথ্য। গুলি করেই খুনের পরিকল্পনা ছিল আসিফের, তবে আওয়াজ হবে বলে সেই পরিকল্পনা বাতিল করে সে। ফেব্রুয়ারি মাসে আগেও একবার হত্যার ছক কষে আসিফ, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram