Debangshu Bhattacharya: রাজ্যপালকে দাদু বলায় আপত্তি, তাহলে মুখ্যমন্ত্রীকে কেন বেগম বলা হয়? বিজেপিকে প্রশ্ন দেবাংশুর

Continues below advertisement

পুলিশে ভরসা নাই, পরপর সিবিআই। বিজেপির দাবি তাই, তিনশো ছাপ্পান্ন চাই। পক্ষে-বিপক্ষে জমজমাট বিতর্ক অনুষ্ঠান 'যুক্তি-তক্কো'। সেই যুক্তি-তক্কো অনুষ্ঠান থেকেই দেবাংশু ভট্টাচার্য বলেন, "ফিরহাদ হাকিম রাজ্যপালকে দাদু বলায় বিজেপির খুব গায়ে লেগেছে। আর দিনের দিনের পর যে একই সম্মানীয় পদে থাকা ব্যক্তিকে খালা, বেগম বলে চলেছেন তখন কী হয়? রাজ্যে গণতন্ত্র চলছে কি না তা বোঝা যায় সংবাদমাধ্যম, বিরোধীদের অবস্থান কোথায় তা নিয়ে।  রামপুরহাট-হাঁসখালিকাণ্ডে বিজেপির একাধিক টিম এসেছে। অথচ আসাম, জাহাঙ্গীরপুরীতে তৃণমূলকে আঁটকানো হল। তাহলে গণতন্ত্র কোথায় নেই, তা এবার জনগণ বলুক।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram