Dilip Ghosh: 'বিদ্রোহী' সৌমিত্র-রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ! নাড্ডার সঙ্গে কাল দিল্লিতে বৈঠক দিলীপ ঘোষের

Continues below advertisement

জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে কাল দিল্লিতে বৈঠক করতে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, ভোট পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। একাধিক বিষয়ে নাড্ডার সঙ্গে কথা বলবেন দিলীপ ঘোষ। আলোচনায় উঠবে সৌমিত্র, রাজীবের বিদ্রোহের প্রসঙ্গ। কথা হবে সৌমিত্র, রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েও। পাশাপাশি বাবুল সুপ্রিয়র মতো দলের নেতাদের দায়িত্ব দেওয়া নিয়েও আলোচনা হতে পারে। এই মুহূর্তে বিজেপির (BJP) দলের অন্দরে বিভিন্ন সমস্যা রয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতিতে অসংখ্য বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছেন। তাঁদের ঘরে ফেরানো, দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করা নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া সাম্প্রতিক সময়ে দলের বিরুদ্ধে বিদ্রোহের নানা ঘটনা ঘটে চলেছে। সেই নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram