বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি পদে ফের নির্বাচিত দিলীপ ঘোষ

Continues below advertisement

রাজ্য বিজেপির সভাপতি পদে ফের নির্বাচিত হলেন দিলীপ ঘোষ। শুধু তাঁর মনোনয়নপত্রই জমা পড়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। বুধবার এই পদের মনোনয়ন প্রক্রিয়ার জন্য, রাজ্য দফতরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। আজ বেলা এগারোটা নাগাদ জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে হয় বৈঠক। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুরলীধর রাও। নির্বাচনের পর তিনিই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেন। ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসেন, থাকেন বিজেপির জেলা সভাপতিরা। সহমতের ভিত্তিতে রাজ্য সভাপতি নির্বাচন হয়।সূত্রের খবর, একটা সময় পর্যন্ত এই পদের দৌড়ে একাধিক নাম ভাসছিল। তার মধ্যে একটি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram