Dilip On Fake IAS: 'ভোটপ্রক্রিয়াতেও যুক্ত ছিল ভুয়ো অফিসাররা,' সন্দেহ দিলীপের

দেবাঞ্জন দেব (Debanjan Deb) প্রসঙ্গে আজ ফের রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "শুধু দেবাঞ্জন নন, আরও অনেক এমন লোক আছেন যারা গাড়ি, নীল বাতি, লোগো ইত্যাদি ব্যবহার করেন। আমার সন্দেহ হচ্ছে এবারের নির্বাচনে এমন অনেক ভুয়ো অফিসার ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে। ভোটগ্রহণ থেকে গণনা, সর্বত্র এই ধরনের লোক ঢোকানো হয়েছিল, যারা ভোট এদিক ওদিক করেছে। আমি খবর পেয়েছি, একসময় দক্ষিণ কলকাতার তৃণমূলের তথ্যপ্রযুক্তি শাখার দায়িত্ব তাঁর উপরে ছিল। এটাও তদন্ত হওয়া উচিত। সংগঠন থেকে সরকার সব জায়গায় তাঁর যোগাযোগ ছিল। সর্বোচ্চ নেতারা জানতেন বলেই এতদিন তিনি এই সব করতে পেরেছেন। "

দিলীপের মন্তব্যের উত্তরে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "দেবাঞ্জন মামলায় অবিলম্বে দিলীপ ঘোষকে পার্টি করা উচিত। কারণ তাঁর কাছেই সব তথ্য রয়েছে। আমার মনে হয় দিলীপ ঘোষ আজ যা যা বলছেন তাতে বোঝা যাচ্ছে, কারা কারা ভুয়ো নীল গাড়ি ব্যবহার করত তা সবই জানতেন দিলীপ বাবু। ওনাকে পার্টি করলে তবেই ওনার এই বিপুল জ্ঞান মামলায় উঠে আসবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola