Murshidabad: ভগবানগোলায় রাস্তার ধারে মিলল গৃহবধূর রক্তাক্ত দেহ

Continues below advertisement

মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Bhagwangola) গৃহবধূ খুনের অভিযোগ। গতকাল রাতে রাস্তার ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম আলিয়া বিবি। গতকাল রাতে ভগবানগোলার কুঠিরামপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল বছর কুড়ির ওই গৃহবধূর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই আলিয়া বিবিকে কুপিয়ে খুন করা হয়েছে। খুনে জড়িত সন্দেহে মৃতের স্বামী ও দেওরকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ।

এদিকে রেলের রাস্তা পরিদর্শনে গিয়ে অস্বস্তিতে জন বার্লা (John Barla)। নিজের বাড়ি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ (BJP MP)। দলীয় কর্মীরা হেনস্থার শিকার, তাদেরই বাড়িতে আশ্রয় দিয়েছেন, পাল্টা সাফাই দিলেন জন বার্লা। পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবি তুলে আগেই বিতর্কে জড়িয়েছেন। এবার নিজের বাড়ি নিয়েও প্রশ্নের মুখে পড়লেন জন বার্লা। জবাব দিতে গিয়ে পাল্টা সাফাইও দিলেন তিনি। জলপাইগুড়িতে (Jalpaiguri) তিনতলা বাড়ি জন বার্লার। দিনকয়েক আগে এই বাড়িতে দাঁড়িয়েই দলীয় নেতাকর্মীদের নিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য দাবি করার যুক্তি শুনিয়েছিলেন বিজেপি সাংসদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram