Dilip Ghosh: 'কোথায় কী বলতে হয়, সেই ধৈর্য নেই', বেসুরোদের নিয়ে মন্তব্য দিলীপের
“যারা অন্য দল থেকে এসেছেন, তাঁরা সিস্টেমটা এখনও বুঝে উঠতে পারেননি। নিজের আশা, আকাঙ্ক্ষা, কোথায় কী বলতে হয়, সেই ধৈর্য নেই”, একাধিক বিজেপি নেতার বেসুরো মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতির (BJP State President)। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “রাজ্য বিজেপির সঙ্গে কোনও সমস্যা নেই। কারও ব্যক্তিগতভাবে গুরুত্ব নিয়ে মতবিরোধ থাকতে পারে। দলে কথা বলার জায়গা আছে। যারা বাইরে থেকে এসেছেন, তাঁরা নিয়মটা এখনও বুঝে উঠতে পারেননি। ওঁদের ধৈর্য নেই, যেই দলে ওরা কাজ করেছেন, সেই দলে এরকমই হয়।“
এদিকে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে সরব হন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বলেছেন যে তাঁদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। বুধবার দুপুরে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। যদিও রাতে তিনি তা প্রত্যাহার করে নেন।