Modi Cabinet Expansion 2021: অমিত শাহের নতুন মন্ত্রকের ডেপুটি হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক

Continues below advertisement

মোদি মন্ত্রিসভায় (Modi Cabinet) বড় রদবদল। নতুন সহযোগিতা মন্ত্রকের দায়িত্বভার পেলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁর ডেপুটি হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। করোনা (Corona) আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এলেন মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। রেলমন্ত্রীর দায়িত্ব পেলেন ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল। শপথবাক্য পাঠ করলেন ৪৩ জন। ৩৬ জন নতুন মন্ত্রী, পদোন্নতি হল ৭ জনের। মন্ত্রিসভায় নতুন ৭ মহিলা মুখ। বড় রদবদল হল দায়িত্বে। তৈরি হল নতুন মন্ত্রক, মিনিস্ট্রি অফ কোঅপারেশন (Ministry of Cooperation) বা সহযোগিতা মন্ত্রক। এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। করোনাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন মনসুখ মাণ্ডব্য। হর্ষবর্ধনের (Harsh Vardhan) জায়গায় এই দায়িত্ব দেওয়া হল তাঁকে। একইসঙ্গে সার ও রসায়নমন্ত্রকের দায়িত্বও সামলাবেন মনসুখ মাণ্ডব্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram