Dilip on Fake IAS: 'দেবাঞ্জনের সঙ্গে যে নেতা-মন্ত্রীদের ছবি, তাঁদের গ্রেফতার নয় কেন?' প্রশ্ন দিলীপের
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আসল দোষীকে আড়াল করা হচ্ছে। যেসব প্রভাবশালীর সঙ্গে দেবাঞ্জনের ছবি আছে তাঁদের জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা উচিত। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, “দেবাঞ্জনের সঙ্গে যে সমস্ত নেতা-মন্ত্রীদের ছবি আছে। তাঁদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আসল সত্যি তো ওখান থেকেই বেরোবে। বছরের পর বছর একসঙ্গে অনুষ্ঠান করছেন, ঘোরাফেরা করছেন, সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন – চিনতেন না? কোন লোককে বোকা বানানোর চেষ্টা চলছে?”
এদিকে, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp) দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী গ্রেফতার। ধৃতের নাম ইন্দ্রজিত্ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি, সিটি কলেজে (City College) ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। গতকাল সেন্ট্রাল মেট্রো স্টেশনের (Central Metro Station) কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিৎকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।