Laketown Cinema Hall Fire: সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তার মুখে মিনি জয়ার কর্মীরা
গতকাল অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত লেকটাউনের মিনি জয়া সিনেমা হল ((Mini Jaya Cinema Hall)। গতবছর লকডাউন (Lockdown) পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। ফলে মার খাচ্ছে সিনেমা হলের ব্যবসা। মিনি জয়া সিনেমা হলের কর্মীদের দাবি, কার্যত লকডাউন পরিস্থিতিতে তাঁরা অর্ধেক বেতন পাচ্ছেন। এবার সিনেমা হল পুড়ে যাওয়ায় ভবিষ্যৎ কী হবে তা ভেবেই ঘুম উড়েছে হল কর্মীদের। এক কর্মী জানান, “চিন্তিত তো বটেই, আমরা একইসঙ্গে অসহায় বোধ করছি। আমাদের ভবিষ্যৎ কী হবে, কিছু জানি না। মালিককেই বা কী বলব, এত বড় ক্ষতি হয়ে গেল।“
প্রসঙ্গত, লেকটাউনে (Lake Town) বন্ধ সিনেমাহলে বিধ্বংসী আগুন। এক মহিলা-সহ অগ্নিদগ্ধ দুই। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে। রান্না করার সময় আগুন লাগে বলে অনুমান, জানালেন দমকলমন্ত্রী (Sujit Bose)। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ আগুন লাগে লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের চারতলায়। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিন ও চার তলায়। আগুনের শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। মিনি জয়া থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের জয়া সিনেমা হলে (Jaya Cinema Hall)। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ছুটে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। আসেন দমকলমন্ত্রী। কিন্তু আগুন নেভানোর কাজে বাধা হয়ে দাঁড়ায় কয়েকটি বড় গাছ। সেই গাছের ডাল কেটেই শুরু হয় আগুনের সঙ্গে লড়াই। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকা।