'ধর্মের নামে ভেদাভেদ ঠিক নয়', রামলীলা পার্ক থেকে বার্তা অধীরের
Continues below advertisement
আজ রামলীলা পার্কে সভার আয়োজন করে প্রদেশ কংগ্রেস। সভা থেকে বিজেপিকে নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'আমি হিন্দু, কিন্তু আমি দরগাতে যাই। রামের দেশে আজ রাবণদের তাণ্ডব চলছে। রামের দেশে ভেদাভেদ থাকতে পারে না। ধর্মের নামে ভেদাভেদ ঠিক নয়। স্বাধীনতার লড়াইয়ে হিন্দু-মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল।'
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE Adhir Ranjan Chowdhury Abp Ananda Congress West Bengal Elections With ABP Ananda West Bengal Elections 2021