ED Summons Abhishek: প্রথম দফায় অভিষেককে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির| Bangla News
কয়লা পাচারকাণ্ডের তদন্তে ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষ। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বিনয় মিশ্র সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। জানতে চাওয়া হয়েছে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও। ইডি-র অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। এরপর অভিযেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি, সেই আবেদন খারিজ করে আদালত। এরপরই ফের দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে র দ্বারস্থ হয়েছেন অভিষেক-রুজিরা।