EPF: 'ক্রমেই নখ-দাঁত বের করছে কেন্দ্র', ইপিএফে সুদ কমা প্রসঙ্গে সরব শমীক লাহিড়ি ।Bangla News

Continues below advertisement

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমাল মোদি সরকার। ইপিএফ-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ। ২০২১-’২২ অর্থবর্ষের জন্য কমল সুদের হার। খুব শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফ কমিটি এই প্রস্তাব জমা দিতে চলেছে। ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়ার আশঙ্কা। সূত্রের খবর, গত ৪৪ বছরে ইপিএফ-এ এটাই সর্বনিম্ন সুদের হার। চার রাজ্যে বিজেপিকে জেতানোর উপহার, বিপদে পড়বেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা, প্রতিক্রিয়া কুণাল ঘোষের (Kunal Ghosh)। ক্রমেই নখ-দাঁত বের করছে কেন্দ্র, মন্তব্য শমীক লাহিড়ির (Samik Lahiri)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram