Fake Vaccination: 'আইন পুলিশের জন্য, আমরা আন্দোলন করবই', ভুয়ো ভ্যাকসিনকাণ্ড ইস্যুতে সুর চড়ালেন দিলীপ

Continues below advertisement

আজ সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "আইন পুলিশের জন্য আমরা আন্দোলন করবই। ভ্যাকসিন নিয়ে যে ধরনের কেলেঙ্কারি চলেছে তা নিয়ে আমরা আন্দোলন করব সাধারণ মানুষের স্বার্থে। কোর্ট বারবার বলা সত্ত্বেও সরকারের কোনও উপস্থিতি বোঝা যাচ্ছে না। এর প্রতিবাদ করতেই হবে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের বড় বড় নেতাদের বসে থাকার ছবি দেখা গেছে।  সেইসব নেতাদের গ্রেফতার করা হোক। আইএনটিটিইউসির বড় নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে। এতদিন এইসব ফোটো লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে। যাঁকে এতদিন মাথায় করে নাচা হল এখন বলা হচ্ছে তাঁকে কেউ চেনে না। কত ধোকা দেবেন সাধারণ মানুষকে?"

আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ভূমিকায় প্রশ্ন উঠতেই পারে। গুলি চালানোর বিষয়ে যাদের ডেকে পাঠানো হয়েছিল সিআইডি-র (CID) তরফে, কেন্দ্রীয় বাহিনী থেকে তাঁরা কেউ গুলি চালানোর ঘটনার তদন্তের সাহায্যের জন্য আসেননি। যারা গুলি চালিয়েছিলেন বলে অভিযুক্ত, তাঁরা কেউ সাক্ষী দিতে আসেননি। এতেই দিবালোকের মতো পরিষ্কার যে ঘটনায় কার কী ভূমিকা ছিল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram