Farm Laws: '১০০ দিন ধরে কোনও বল প্রয়োগ করেনি সরকার, কৃষকরা বুঝলে আইন হবে',আইন প্রত্যাহার প্রসঙ্গে দিলীপ। Bangla News

Continues below advertisement

প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে অনড় সংযুক্ত কিষাণ মোর্চা। সিঙ্ঘু সীমানায় আজ বৈঠকে বসছেন ৯ দল সদস্যের কমিটি। আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতেই এই বৈঠক। 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'কৃষকরা আবার যেদিন বুঝবেন, সেদিন আইন হবে। সরকার কোনও সংঘর্ষে যেতে চায় না। তাই ১০০ দিন ধরে কোনও বল প্রয়োগ করা হয়নি। কৃষকরা সামলম্বী হন, ফসলের সঠিক দাম পান। ১৪০ বছরের পুরানো আইন আনা হয়েছিল, কৃষকদের সুবিধার জন্য। আবার দেশ যখন  চাইবে আবার আইন হবে।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram