Vidhan Sabha: 'কৃষি আইন বাতিল না করলে পদত্যাগ করুক সরকার', বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Continues below advertisement

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভার সরকারের তরফ থেকে একটি প্রস্তাব আনেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মুখ্যমন্ত্রী বলেন, আইন বাতিল না করলে পদত্যাগ করুক সরকার। "কৃষি আইন প্রস্তাবে আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে, কিন্তু চাষিদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি।" বাম-কংগ্রেসের কাছে এদিন বিধানসভায় আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে মানব না। দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী। পুলিশ খারাপ ভাবে মোকাবিলা করেছে। কৃষকরা লালকেল্লা দখল করতে গিয়েছে, এটা বিশ্বাস করি না। দিনের পর দিন অনেক কষ্টের মধ্যে দিয়ে আন্দোলন করছে। পুলিশের অনুমতি নিয়েই তাঁরা দিল্লি অভিযান করে। সেই কৃষকদের দেশদ্রোহী খালিস্তানি বলার নিন্দা করছি। কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে দেশের মানুষ রুখে দাঁড়ান। এই ৩টি বিল প্রত্যাহার করুন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী।"


 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram