Abhijit Mukherjee: আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রণব-পুত্র অভিজিৎ?

Continues below advertisement

সম্ভবত আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন জঙ্গিপুরের (Jangipur) প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। কয়েকদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্র অভিজিতের। আজ বিকেল ৪টে নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের। গত এক মাস ধরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। গত জুন মাসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হওয়ার পর মুর্শিদাবাদে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখন কয়েকজন তৃণমূলের মন্ত্রী এবং সাংসদ তাঁর সঙ্গে দেখা করেন। তখন থেকেই অভিজিৎ মুখোপাধ্যায়ের নামে জল্পনা তৈরি হয়। তখন সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। তারপর জুন মাসের তৃতীয় সপ্তাহেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান এবং বৈঠক করেন অভিজিৎ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram