Petrol Price: ২৩টির মধ্যে ১৯টি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল, কোন জেলায় কত দাম? দেখুন
জ্বালানির ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। আজ আবার বাড়ল পেট্রোলের দাম (Petrol Price)। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা। তবে এ যাত্রা ডিজেলের দাম বাড়েনি। লিটারপ্রতি ৯২ টাকা ২৭ পয়সাই আছে ডিজেলের দাম। অন্যদিকে, কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের ২৩টির মধ্যে ১৯টি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল।
কোন জেলায় কত দাম দেখে নেওয়া যাক।
ডায়মন্ড হারবার ১০০ টাকা ২ পয়সা
দত্তপুকুর ১০০ টাকা ১ পয়সা
কৃষ্ণনগর ১০০ টাকা ৮০ পয়সা
চুঁচুড়া ১০০ টাকা ১০ পয়সা
বর্ধমান ১০০ টাকা ৯ পয়সা
আসানসোল ১০০ টাকা ৬ পয়সা
বাঁকুড়া ১০০ টাকা ৭ পয়সা
পুরুলিয়া ১০০ টাকা ৮৮ পয়সা
সিউড়ি ১০০ টাকা ২০ পয়সা
খড়গপুর ১০০ টাকা ১৬ পয়সা
দিঘা ১০০ টাকা ৯ পয়সা
মুর্শিদাবাদ ১০০ টাকা ৭৪ পয়সা
কোচবিহার ১০০ টাকা ৭৯ পয়সা
রায়গঞ্জ ১০০ টাকা ১২ পয়সা
বালুরঘাট ১০০ টাকা ৪১ পয়সা
আলিপুরদুয়ার ১০০ টাকা ৯০ পয়সা
দার্জিলিং ১০১ টাকা ২৮ পয়সা
কালিম্পং ১০০ টাকা ৫০ পয়সা
ঝাড়গ্রাম ১০০ টাকা ৫৩ পয়সা