Fuel Price Hike: 'আন্দোলন করে তেলের দাম কমবে না', কটাক্ষ দিলীপের, 'যন্ত্রণা নিয়ে উপহাস!', পাল্টা কুণাল

Continues below advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত। এই নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “ভারতীয় জনতা পার্টি (BJP) রাস্তায় নেমেছে, বিধানসভায় আন্দোলন করছে। তাই দেখে তৃণমূলও কিছু আন্দোলন করতে চাইছে। সিপিএমও কিছু করার চেষ্টা করছিল। পেট্রোপণ্যের দাম আজ পর্যন্ত আন্দোলন করে কমেনি। সেই সম্ভাবনাও নেই। আন্তর্জাতিক বাজারে যখন সমতা আসবে, তখন কমবে। কোম্পানিগুলি ঠিক করবে কখন করবে।“ দিলীপ ঘোষের এই মন্তব্যের পর তাঁকে ট্যুইটে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লিখেছেন, "পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের আন্দোলনকে কটাক্ষ করছেন? এ তো মানুষের যন্ত্রণা নিয়ে উপহাস। ইউপিএ জমানায় সামান্য দাম বাড়লেও আপনারা কী করতেন দেখুন। সিপিএমের হাতও ধরেছেন। অবশ্য তখন তো আপনি আরএসএস। দলটাও করতেন না। পেট্রোলের সেঞ্চুরির প্রতিবাদ চলবেই।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram